সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের সবুজ মাটি পবিত্র বিশুদ্ধ খাঁটি
গাঁয়ে আছে সবুজের ছায়া,
আমাদের এই গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
আছে গাঁয়ে স্নেহ আর মায়া।


গাঁয়ে আছে ঘরবাড়ি দুইধারে সারি সারি
আছে আম কাঁঠালের বন,
আমার বাড়ির কাছে গাছে গাছে পাখি নাচে
গান শুনে ভরে উঠে মন।


গাঁয়ের পথের বাঁকে পলাশের বন থাকে
বসন্তে পলাশ ফুল ফুটে,
বনে বনে ফুটে ফুল ফুটিল ফুল শিমূল
ঝরিয়া ভূমিতে পড়ে লুটে।


গ্রাম সীমানার কাছে অজয় তটিনী আছে
যাত্রীসব পার হয়ে যায়,
অজয় নদীর জল বয়ে চলে কল কল
লিখিল লক্ষ্মণ কবিতায়।