সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ গাছের ছায়া গাঁয়ে আছে স্নেহ মায়া
এই গ্রাম মোর জন্মভূমি,
সুখ শান্তি স্বর্গধাম এমনি মোদের গ্রাম
কোথাও পাবেনা খুঁজে তুমি।


গাঁয়ে আছে ছোট ঘর অপরূপ মনোহর
বেড়ার ধারে ছাতিম গাছে,
নতুন সকাল হয় শীতল সমীর বয়
পাখিসব গাছে গাছে নাচে।


সরু গলিপথ ধরে রাঙাপাড় শাড়ি পরে
গাঁয়ের বধূরা দলে দলে,
কাঁখেতে কলসী নিয়ে আসে রাঙাপথ দিয়ে
স্নান সারি নিজঘরে চলে।


অজয় নদীর তটে প্রাচীন বিশাল বটে
কতপাখি বাঁধে নিজ বাসা,
লক্ষ্মণ কবির কথা না হয় কভু অন্যথা
গাঁয়ে জাগে নব নব আশা।