সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মোর গাঁয়ে ছোট ঘর মাটির উঠান পর
ময়না চড়ুই করে খেলা,
মাটির উঠান পরে সোনা রোদ পড়ে ঝরে
দিন কেটে যায় সারাবেলা।


সবুজ গাছের ছায় রাখাল বাঁশি বাজায়
বাজে বাঁশি রাখালিয়া সুরে,
গাঁয়ের পথের বাঁকে তরুশাখে পাখি ডাকে
শাল পিয়ালের বন দূরে।


কাজল দিঘির জলে মরাল মরালী চলে
গুগলি শামুক খায় ধরে,
কাঁখেতে কলসী করি দিঘিঘাটে জল ভরি
জল নিয়ে বধূ যায় ঘরে ।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
দিবাশেষে সূর্য বসে পাটে,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় ঘাট অন্ধকার হয়
রাত্রি নামে অজয়ের ঘাটে।