সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের সবুজ ছায়া মমতা মাখানো মায়া
গাঁয়ে আছে ছোট ছোট ঘর,
সব গ্রামবাসীগণ আমার আপন জন
সবাই আপন নহে পর।


আমার বাড়ির কাছে উঠানে শালিক নাচে
বাছুরীটি ঘোরাফেরা করে,
বাড়ির বেড়ার ধারে বাঁশগাছ সারে সারে
রবির কিরণ পড়ে ঝরে।


মাটির পাঁচিলে ঘেরা উঠানেতে বাঁধা ভেড়া
একপাশে গরুর গোহাল,
সরু গলিপথ দিয়ে চলে গরুপাল নিয়ে
মাঠে চলে গাঁয়ের রাখাল।


গাঁয়ে ছোট বাড়িঘর, দূরে অজয়ের চর
পথ গেছে সোজা নদীঘাট,
উঠিল সোনার রবি লিখিল লক্ষ্মণ কবি
নদীঘাটে আজ বসে হাট।