সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ ঘোমটা টানি আছে মোর গ্রামখানি
সকালে সোনার রবি উঠে,
শীতল সমীর বয় নানা ফুল ফুটে রয়
ফুলশাখে নানা ফুল ফুটে।


রাঙামাটি পথ ধরে লাল চেলি শাড়ি পরে
জল নিয়ে বধূ চলে ঘরে,
তরুর ছায়ায় বসি রাখাল বাজায় বাঁশি
বাঁশিসুরে মন উঠে ভরে।


গাঁয়ে আছে সোনাদিঘি জল করে ঝিকিমিকি
মরাল মরালী জলে ভাসে,
শানবাঁধা দিঘিঘাটে ছেলেরা সাঁতার কাটে
জল নিতে বধূ সবে আসে।


সারি সারি গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
গাড়ি এসে নদীঘাটে থামে,
লিখিল লক্ষ্মণ কবি পশ্চিমেতে ঢলে রবি
সন্ধ্যা হয় অন্ধকার নামে।