সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ ছায়ায় ঘেরা গ্রামখানি মনোহরা
দুইধারে ছোট বাড়িঘর,
আম কাঁঠালের গাছে প্রভাত পাখিরা নাচে
কিচিমিচি করে নিরন্তর।


খেজুর আর সুপারি তালগাছ সারি সারি
গাঁয়ে আছে আমের বাগান,
আমবনে তরুশাখে বসন্তে কোকিল ডাকে
শুনি কোকিলের কুহুতান।


কাঁখেতে কলসী নিয়ে আসে রাঙাপথ দিয়ে
গাঁয়ের বধূরা দলে দলে,
কেহবা বাসন মাজে কেহবা কাপড় কাচে
কেহ স্নান করে দিঘিজলে।


অজয় নদীর ঘাটে তপন বসিল পাটে
সন্ধ্যা নামে অজয়ের চরে,
লিখিল লক্ষ্মণ কবি সুমধুর গ্রামছবি
মন ভরে কাব্য পাঠ করে।