সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের কাছে আমের বাগান আছে
বসন্তে কোকিল ডাকে সুরে,
সবুজ ঘোমটা টানি আমাদের গ্রামখানি
শাল পিয়ালের বন দূরে।


বসিয়া তরুর ছায় রাখাল বাঁশি বাজায়
রাখালিয়া সুরে বাঁশি বাজে,
সকাল আটটা বাজে ফ্যাক্টরির বাঁশি বাজে
শ্রমিকেরা চলে নিজ কাজে।


কাজল দিঘির ঘাটে মরাল সাঁতার কাটে
মরালীর পাছে পাছে ধায়,
ছেলেরা গামছা পরে তেল মেখে স্নান করে
জল নিয়ে বধূ ঘরে যায়।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
কুলু কুল সদা বয়ে চলে,
লিখিল লক্ষ্মণ কবি অজয়ের ছায়াছবি
কবিতায় কত কথা বলে।