সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ গাছের ছায়ে আছে আমাদের গাঁয়ে
আছে ছোট ছোট ঘরবাড়ি,
আম কাঁঠালের গাছে পাখিসব বসে নাচে
রাঙাপথে চলে গরুগাড়ি।


গাঁয়ে আছে ছোটদিঘি জল করে ঝিকিমিকি
পাড়ে তালগাছ সারি সারি,
সরু গলিপথ বেয়ে জল নিতে আসে মেয়ে
জল নিয়ে চলে নিজ বাড়ি।


মাটি লেপা বাড়িঘরে মাটির উঠান পরে
মেজবৌ পাঁচিলে দেয় ঘুঁটে।
গ্রাম সীমানার কাছে পলাশের বন আছে
বসন্তে পলাশ ফুল ফুটে।


উত্তরে অজয় নদী বয়ে চলে বেগবতী
কুলু কুলু সদা বয়ে চলে,
লিখিল লক্ষ্মণ কবি আপন গাঁয়ের ছবি
কবির কবিতা কথা বলে।