পূজা এসে গেল কাছে...পূজার খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদীয়া দুর্গাপূজা পূজার বাহার,
পুলকে হৃদয় নাচে আজি সবাকার।
ফুটিল শিউলি ফুল শিউলির শাখে,
প্রভাতে পাখিরা সব কিচিমিচি ডাকে।


সবুজ ঘাসের পরে নিশির শিশির,
শরতের সুপ্রভাতে পড়ে ঝিরঝির।
ফুটিল টগর মেলা করবী, চামেলি,
মাধবী মালতীলতা চম্পক ও বেলি।


সবুজ ধানের খেত জলে আছে ডোবা,
দিঘিতে ফুটেছে পদ্ম অপরূপ শোভা।
মরাল মরালী জলে করে কোলাহল,
স্নান সেরে নববধূ নিয়ে যায় জল।


অজয়ের নদীঘাটে সোনা রোদ ঝরে,
শালিকেরা করে খেলা অজয়ের চরে।
পূজা এসে গেল কাছে নাচিছে হৃদয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।