পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আকাশের আঙিনায় সাদা মেঘ ভেসে যায়
শরৎ ঋতুর আগমনে,
চন্দ্রমল্লিকা বেলি টগর জুঁই চামেলি
ফুল ফুটে কুসুম কাননে।


উঠোনে ঘাসের পরে নিশির শিশির ঝরে
রবির কিরণ লাগে তায়,
প্রভাতে রবির কর পশিল শিশির পর
মুক্তাসম উজ্জ্বল দেখায়।


শিউলি ফুটিল কত পড়ে ঝরে অবিরত
সোনা রবি ছড়ায় কিরণ,
বসিয়া তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
তরুশাখে মধুর মিলন।


সবুজ ধানের খেতে সমীরণ উঠে মেতে
আলে তার বক বসে রয়,
গ্রাম সীমানার কাছে অজয় তটিনী আছে
দিবানিশি কুলু কুলু বয়।


শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
এসে গেল পূজার সময়।
মন্দিরে সকাল সাঁজে ঢাক ঢোল কাঁসি বাজে
নেচে উঠে সবার হৃদয়।