দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পূজা এসে গেল কাছে (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে উঠিল রবি শরতের সোনা ছবি
সোনা রবি ছড়ায় কিরণ,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
হেরি নব মধুর মিলন।


ফুটিল টগর বেলি কাবেরি আর চামেলি
ফুটেছে শিউলি ফুলশাখে,
সরোবরে বিকশিত শতদল প্রস্ফুটিত
আমার গাঁয়ের পথ বাঁকে।


পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
করে সবে পূজার বাজার,
পূজার বোনাস চাই ধর্মঘট করে তাই
একটাই দাবি সবাকার।


মাঠে হয়নিকো ধান চাষীদের লোকসান
শ্রমিক বোনাস নাহি পায়,
কহে কবি শ্রীলক্ষ্মণ করি মাগো নিবেদন
বল মাগো কি হবে উপায়?