দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ আসিল ভবে পাখিদের কলরবে
রাতি কাটে সুপ্রভাত হয়,
ফুল ফুটে ফুল বনে শরতের আগমনে
সুশীতল সমীরণ বয়।


রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
মাঝে মাঝে খেজুর সুপারি,
সবুজ ধানের খেতে সমীরণ উঠে মেতে
দেখিতে সুন্দর লাগে ভারি।


এ গাঁয়ের সীমানায় সরোবর দেখা যায়
সরোবরে ফুটেছে কমল,
সরোবরে বিকশিত শতদল প্রস্ফুটিত
গুঞ্জরিয়া আসে অলিদল।


অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
বনে কারা মাদল বাজায়,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় এল পূজার সময়
লিখে কবি ছন্দে কবিতায়।