দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পূজা এসে গেল কাছে (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ আসিল আজি প্রকৃতি উঠেছে সাজি
মাঠে মাঠে সবুজ ফসল,
শরতের রবি উঠে দিঘিতে শালুক ফুটে
দিঘিজল করে ঝলমল।


সবুজ তরুর শাখে প্রভাত পাখিরা ডাকে
হেরি সবুজের অভিযান,
সবুজ ঘাসের পরে রাতের শিশির ঝরে
শুনি নব আগমনী গান।


অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
যাত্রীসব আসে দলে দলে,
অজয় নদীর ঘাটে ছেলেরা সাঁতার কাটে
অজয়ের সুশীতল জলে।


রাঙাপাড় শাড়ি পরে আসে রাঙাপথ ধরে
নদীঘাটে এসে করে স্নান,
রাঙাবধূ স্নান সেরে জল নিয়ে ঘরে ফেরে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।