পূবেতে উঠিল রবি পাখি গায় গান,
বাতাসে বাতাসে ভাসে সুরভিত ঘ্রাণ।
ফুলকলি ফোটে সব কুসুম কাননে,
ধায় অলি দিকে দিকে মধু আহরনে।


রাখাল বাজায় বাঁশি নিয়ে গরুপাল,
শিশুগণ করে পাঠ সকাল সকাল।
আঙিনায় গরু দোয় গাঁয়ের গোয়ালা,
বায়সের কলরবে কান ঝালাপালা।


ঘাট থেকে জল নিয়ে গাঁয়ের বধূরা,
কাঁখেতে কলসী লয়ে ঘরে চলে তারা।
নয়ন দিঘির ঘাটে পড়ে আসে বেলা,
সূর্য ডোবে ঘাটে বসে রয়েছি একেলা।


নির্জন আমার গাঁয়ে নামে অন্ধকার,
ধূপ দীপ জ্বলে, শুনি শঙ্খের ঝঙ্কার।