হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্তের আগমনে ধান কাটে চাষীগণে
শুনি প্রভাত পাখির গান,
গাঁয়ের পথের বাঁকে কাঁটা কুল বন থাকে
মাঠে মাঠে পাকে সোনাধান।


রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
পার হয় চাঁপাতলা মাঠ,
রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
সীমানায় আছে নদীঘাট।


মাটির পাঁচিলে ঘেরা আঙিনার পাশে বেড়া
আঙিনায় সোনা রোদ ঝরে,
বসে সবে আঙিনায় কলার পাতায় খায়
নবান্নের উত্সব ঘরে ঘরে।


সুস্বাদু ব্যঞ্জন যত রান্না হয় সাধ্যমত
সকলেই করয়ে আহার,
নবান্নের আয়োজন কহে কবি শ্রীলক্ষ্মণ
লিখে কবি কবিতায় তার।