হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রান আসিল যবে ধান কাটে চাষী সবে
ঘরে তোলে সোনার ফসল,
মাটি লেপা আঙিনায় বাঁধা ধানের মরাই
ব্যস্ত আজি চাষীরা সকল।


প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
হিম পড়ে কচি দূর্বাঘাসে,
ধান কাটি আঁটি বাঁধে তারপরে লয়ে কাঁধে
চাষীসব ধান নিয়ে আসে।


নবান্নের আয়োজন করে সব চাষীগণ
নবান্ন সবার ঘরে ঘরে,
গ্রামবাসী সবাকারে ডেকে বলে এ উহারে
নিমন্ত্রণ আহারের তরে।


নবান্নের উত্সবে ত্বরা করি এস সবে
সবাকারে করিনু আহ্বান,
উত্সব ঘরে ঘরে সুস্বাদু আহার তরে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।