পৌষমাসে পিঠেপুলি .......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (পঞ্চম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাসে পিঠেপুলি খুশির জোয়ার,
ঘরে ঘরে পিঠে গড়ে হরেক প্রকার।
খেজুরের গন্ধ ভাসে সারা গ্রামময়,
সরু চুকুলির পিঠে খেতে মিঠে হয়।


কুয়াশার চাদরেতে গ্রামখানি ঢাকা,
চারিদিকে গলিপথ সরু আঁকা বাঁকা।
পথের ধারেতে গাঁয়ে চায়ের দোকান,
চা চপ বেগুনি আর সাথে পাবে পান।


গাঁয়ের বধূরা সবে বসি ঢেঁকিশালে,
চালগুঁড়ি চালুনিতে ভাল করে চালে।
পায়েতে নাচায় ঢেঁকি সারাদিন ধরে,
পৌষমাসে পিঠে হয় প্রতি ঘরে ঘরে।


ধন্য ধন্য গ্রামবাসী, ধন্য সব লোক,
সকালে বিকালে শুধু খাবারের ঝোঁক।
সকলেই খায় পিঠে বসি আঙিনায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।