পৌষমাসে পিঠেপুলি .......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (দ্বিতীয় পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাস শীতকাল ঘরে ঘরে পিঠে,
দুধ চাঁছি গুড় দিয়ে খেতে খুব মিঠে।
খেজুরের গুড় দিয়ে কেহ পিঠে খায়,
কেহ দুধ দিয়ে খায় বসে আঙিনায়।


পিঠে পুলি উত্সব প্রতি ঘরে ঘরে,
পায়েতে নাচায় ঢেঁকি চালগুঁড়ি করে।
গাঁয়ের বধূরা যত পিঠে গড়ে সবে,
সারাদিন কেটে যায় হাসি কলরবে।


রাঙাপথে সারি সারি খেজুরের গাছে,
গাছের উপরে এক ভাঁড় বাঁধা আছে।
খেজুরের গাছে ভাঁড় রসে ভরপুর,
খেজুরের রস থেকে তৈরি হয় গুড়।


পৌষ মাসে ভারি শীত সমীরণ বয়,
সংক্রান্তি দিনে সব ঘরে পিঠে হয়।
মকর পরবে করি সবারে আহ্বান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।