পৌষমাসে পিঠেপুলি .......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (প্রথম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ মাসে পিঠেপুলি ভারি ধূম হয়,
পিঠে খেলে পেট ভরে সকলেই কয়।
চালগুঁড়ি দিয়ে পিঠে হয় ভালমতে,
দুধ দিয়ে খেতে হয় গুড়ের সহিতে।


নলেন গুড়ের গন্ধ সারা গ্রামময়,
ঘরে ঘরে নিমন্ত্রণ পিঠে খেতে হয়।
সবাকার ঘরে ঘরে হয় আজি পিঠে,
নতুন চালের পিঠে খেতে লাগে মিঠে।


শীতের সকালে সবে বসি আঙিনায়,
ছেলে বুড়ো সকলেই একসাথে খায়।
ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য সব লোক,
পেট পুরে খায় সব আহারের ঝোঁক।


পিঠে খেলে পেটে সয় সকলেই কয়,
চাঁছি দিয়ে গুড় মেখে পিঠে খেতে হয়।
সকলেই পিঠে খায় হরষিত মন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।