পৌষ মাসের মকর স্নান ..সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (নবম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদী ঘাটের কাছে,
টুসু ভাসান সবাই নাচে।
মেয়েরা গাহে টুসুর গান,
সবাই করে মকর স্নান।


যাত্রী বোঝাই গরুর গাড়ি,
মাঠ পেরিয়ে সীমানা ছাড়ি।
গাঁয়ের পথে কেউহবা হাঁটে,
পৌঁছায় এসে অজয় ঘাটে।


আজকে শুরু সকাল বেলা,
অজয় ঘাটে মকর মেলা।
সার্কাস খেলা পুতুল নাচে,
লোকেরা সব ভিড় করেছে।


মিষ্টির দোকান সারি সারি,
কিনতে লাগে পয়সা ভারি।
গলার হার, কানের দুল,
চুড়ি মালা ও ঝুমকো ফুল।


মেলা দেখতে আসে সবাই,
ভাঙে মেলা সাঁঝের বেলায়।
সবাই চলে ঘরে আপন,
ছড়া লিখেন কবি লক্ষ্মণ।