পৌষ মাসের মকর স্নান ...সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (দ্বিতীয় পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ পরবে মকর স্নান,
আজকে হয় টুসু ভাসান।
পূব গগনে অরুণ হাসে,
নদীর ঘাটে সবাই আসে।


নদীর ঘাটে বসেছে মেলা,
পুতুল নাচ সার্কাস খেলা।
নদীর চরে বসে দোকান,
কেহবা গায় বাউল গান।


বসেছে মেলা নদীর পারে,
দোকান পাট পথের ধারে।
খেলনা বল, মাটির ভাঁড়,
বাঁশের বাঁশি, ধনুক কাঁড়।


কেউবা কিনে গলার হার,
কেউবা বাঁশি তাল পাতার।
হাসছে খুকি বেলুন কিনে,
মেলায় মজা খুশির দিনে।