পৌষমাসে পিঠেপুলি ......সারাগাঁয়ে খুশির জোয়ার
মকর পরবে করি সবারে আহ্বান (দশম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ঘরে ঘরে পিঠেপুলি ভারি ধূম হয়,
পৌষ সংক্রান্তি নামে সকলেই কয়।
সারারাত গড়ে পিঠে নাহিক বিরাম,
পিঠেপুলি উত্সবে মেতে উঠে গ্রাম।


প্রভাত সময় কালে নদীঘাটে ভিড়,
গরুগাড়ি এসে থামে অজয়ের তীর।
অজয়ের নদী ঘাটে মহা কোলাহল,
টুসু লয়ে আসে ঘাটে কুমারীর দল।


যাত্রীরা সিনান করে অজয়ের ঘাটে,
মেলা বসে নদীচরে সারাদিন কাটে।
ধর্মশীলা মেলা হয় সংক্রান্তি দিনে,
চুড়ি মালা বালা ফিতা সকলেই কিনে।


পৌষ সংক্রান্তি দিনে মহাধূম পড়ে,
যাত্রীদের কোলাহলে ঘাট যায় ভরে।
নদীতে মকর স্নান করে পূণ্যবান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।