পৌষ মাসের মকর স্নান ..সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (অষ্টম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ মাসের সংক্রান্তিতে,
মকর স্নান নদীর ঘাটে।
ছুটছে জোরে গরুর গাড়ি,
অজয়ের ঘাটে দিচ্ছে পাড়ি।


কেউবা আসে বাইক নিয়ে,
পিছনে নব বধূ বসিয়ে।
গাঁয়ের মেয়ে সবাই মিলে
টুসু ভাসায় নদীর জলে।


আরম্ভ আজি মকর মেলা,
বসেছে কত সার্কাস খেলা।
দোকান পাট পথের ধারে,
মকর মেলা নদীর পাড়ে।


সারাদিন মকরের মেলা
সমাপ্ত হয় সাঁঝের বেলা।
সবাই চলে ঘরে আপন,
লিখলো ছড়া কবি লক্ষ্মণ।