পৌষ মাসের মকর স্নান ..সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (সপ্তম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ মাসের মকরমেলা,
আরম্ভ হয় সকাল বেলা।
কেউবা করে মকর স্নান,
মেয়েরা গাহে টুসুর গান।


মুড়ি মুড়কি ভোগ সাজিয়ে,
ভোগ প্রদান টুসু ভাসিয়ে।
আসে সবাই নদীর তীরে,
জন সমাগম মেলা ঘিরে।


অজয় ঘাটে নদীর ধারে,
বসেছে দোকান সারে সারে।
ময়রা ভোলা দোকানে বসে,
জিলিপি ছাড়ে চিনির রসে।


সমাপ্ত হয় দিনের খেলা,
ভেঙে যে যায় মকরমেলা।
লক্ষ্মণ কবি ছন্দে ছড়ায়,
ছড়ার সুরে কবিতা গায়।