পৌষ মাসের মকর স্নান ...সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (চতুর্থ পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ মাসের সংক্রান্তিতে,
গাঁয়ের সবাই উঠে মেতে।
পিঠে পায়েস সবার ঘরে,
পিঠে খায় সবে পেটভরে।


গাঁয়ের পাশে সবুজ মাঠ,
একটু দূরে অজয় ঘাট।
গরুর গাড়ি ছুটছে পথে,
থামল এসে নদীর তটে।


নদীর ঘাটে গামছা পরে,
গাঁয়ের মানুষ স্নান করে।
মেয়েরা গাহে টুসুর গান,
নদীর জলে টুসু ভাসান।


নদীর ঘাটে বসেছে মেলা,
কেউ দেখায় সাপের খেলা।
বেলুন আর বাঁশের বাঁশি,
আখ এনেছে গাঁয়ের চাষী।


দিনের শেষে বিকাল বেলা,
ভেঙে যায় যে মকর মেলা।
অজয় ঘাটে মেলার ছবি,
লিখলো ছড়া লক্ষ্মণ কবি।