পৌষ মাসের মকর স্নান ...সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (তৃতীয় পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসেছে মেলা নদীর পারে,
দোকান পাট পথের ধারে।
নদীর ঘাটে মকর স্নান,
কেহবা গাহে টুসুর গান।


ময়রা ভোলা দোকানে বসে,
ঝাঁঝরি নাড়ে চিনির রসে।
রস মালাই ও ক্ষীর কদম,
একটু পরেই সব খতম।


কিনেছে খোকা বাঁশের বাঁশি,
তাইতো মুখে ফুটছে হাসি।
কিনবে খুকু গলার হার,
মায়ের কাছে বায়না তার।


মেলার মাঝে অতিথিশালা,
মধ্যরাত্রিতে যাত্রার পালা।
যাত্রার সুরে বাজনা বাজে,
কেহবা রাজা বাদশা সাজে।