পৌষ মাসের মকর স্নান ...সংক্রান্তিতে টুসুর ভাসান
নদীর চরে ধর্মশীলা মেলা -ছড়ার গান (দশম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ মাসের মকর স্নান,
সংক্রান্তিতে টুসু ভাসান।
মকর স্নান সকাল বেলা,
সবাই আসে মকর মেলা।


চপ বেগুনি মিষ্টি দোকান,
কেউবা বেচে খয়ের পান।
বেলুন বাঁশি চিরুনি আর,
খেলনা আছে বহু প্রকার।


হরেক মাল আড়াই টাকা,
কিনতে গেলে পকেট ফাঁকা।
দিনের শেষে বিকাল হলে,
সবাই আপন ঘরে চলে।


বিকাল হতে সার্কাসখেলা,
বাউল গান সাঁঝের বেলা।
বাউল শেষে যাত্রার গান,
যাত্রা পালায় জুড়ায় প্রাণ।


রাত্রির শেষ প্রভাত হয়,
যাত্রার পালা সাঙ্গ হয়।
সমাপ্তি হল ছড়ার গান,
লিখে লক্ষ্মণ কবি শ্রীমান।