গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট ছোট মাটির ঘরে,
গাঁয়ের চাষী, জেলে ও তাঁতি একসাথে বাস করে।
কামার, কুমোর, ছুতোর মালি এই গাঁয়ে করে বাস,
একে অপরে হিংসা না করে সুখে থাকে বারোমাস।


মাঠের আলে বনটিয়া এসে শিস্ দিয়ে কথা বলে,
গাঁয়ের রাঙা মাটির পথে কত গোরুর গাড়ি চলে।
ফুলের বনে ফুলকলি ফোটে পাখিরা গাহে গান,
আমের শাখে কোকিল ডাকে মাতাল করে পরাণ।


অজয় নদীর ঘাটের কাছে বক ওড়ে সারি সারি,
নীলআকাশে চিল উড়ে যায় সুন্দর লাগে ভারি।
গাঁয়ের মাঝি নৌকা চালায় ভাটিয়ালি গান গেয়ে,
নদীর ঘাটে ব্রিজের ওপর রেলগাড়ি চলে ধেয়ে।


গাঁয়ের মাটি স্বর্গ আমার গাঁয়ের মানুষ আপন জন,
গাঁয়ের মুক্ত শুদ্ধ বাতাস জুড়ায় আমার শরীর মন।