গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ সবাই আমার আপনার,
গাঁয়ের মাটি স্বর্গ আমার এই মাটি জন্মভূমি আমার।
গাঁয়ের মাটিতে গাঁয়ের মানুষ ফলায় সোনার ফসল,
গাঁয়ের রাঙা মাটির তরুর শাখে গাহে বিহগের দল।


গাঁয়ের মাটি সবুজ খাঁটি হেথা অজয় নদী বয়ে চলে,
ভর দুপুরে মেতে ওঠে গ্রাম আনন্দ ও কোলাহলে।
পথের বাঁকে দই-ওয়ালা হাঁকে দই চাই ভালো দই,
রাখালিয়া সুরে বেজে ওঠে বাঁশি দূরপানে চেয়ে রই।


গাঁয়ের মাটিতে গাঁয়ের মানুষ মাটির ঘরে বাস করে,
গাঁয়ের মাটিতে সবুজ ডাঙায় গোরু বাছুর মোষ চরে।
মাটির ঘর আর খড়ের চালায় হেথা শান্তি বাঁধে বাসা,
গাঁয়ের এ মাটিতে লাঙল চালায় আমার গাঁয়ের চাষা।


পড়ে আসে বেলা সূর্যি ডুবে যায় অজয় নদীর বাঁকে,
পথের বাঁকে শেয়াল ডাকে, গাঁয়ের মানুষ শুয়ে থাকে।