মাটি দিয়ে মাকে গড়ে মানুযেরা মায়ের পূজা করে,
মাটির ঘরে মা যে কাঁদে, চোখে আসে জল ভরে।
মাটি মায়ের পূজা করে, আসল মাকে যায় ভূলে,
গর্ভধারিণী মা যে কাঁদে, ভাসে সে চোখের জলে।


মাটির প্রতিমা মাটিতে গড়া, দয়া নাই তার অন্তরে।
মাকে কাঁদিয়ে বল কি হবে মাটি মায়ের পূজা করে?
মাটির মা সেতো পাষাণ তারে পূজে পাবে না ফল,
আঁধার ঘরে মা যে কাঁদে, মায়ের চোখে আজ জল।


মাতৃ পূজা কর সবে, মাটির প্রতিমা সেতো মা নয়,
জন্মদাত্রী মা সে আসল মা, মা যে তোমার পরিচয়।
কেউ কাঁদে না তোমার দুঃখে, কাঁদে তোমারই মা,
সেই মায়ের অন্তরে তাই কেউ কভু দিও না যন্ত্রণা।


মায়ের পূজা আসল পূজা, যারা মায়ের পূজা করে,
মাতৃপূজা করলে পরে, সংসার খুশিতে যায় ভরে।