গাঁয়ের পাশে ঐ অজয় নদীর ঘাট,
গোরু ও বাছুর চরে গাঁয়ের ডাঙায়।
পথের দুধারে সবুজ ধানের মাঠ,
লাঙল লয়ে গাঁয়ের চাষী মাঠে যায়।


গাঁয়ের সবাই রোজ  মাঠে করে চাষ
মাটিতে ফলায় তারা, সোনার ফসল,
কামার, কুমোর করে এক সাথে বাস
জেলে তাঁতী ধোপা আর গোয়ালা সকল।


এ গাঁয়ে সকালে রোজ সূর্যি ওঠে পূবে
তরুর শাখায় বসি পাখি গাহে গান।
ক্রমে ক্রমে বাড়ে বেলা, সুর্যি যায় ডুবে,
আলোক মিলায়, দিন হয় অবসান।


অজয় নদীর ঘাটে, অন্ধকার নামে,
চাঁদ হাসে গগনেতে, আমার এ গ্রামে।