গাঁয়ের সীমানায় রাঙামাটির পথ
দু’দিকে তার সোনাধানের মাঠ,
অজয় নদীর ঘাটের কাছে সেথা
প্রতি রবিবারে বসে গাঁয়ের হাট।


গরুর গাড়ি বোঝাই করে আসে
মাটির কলসি, সরা, খুরি, হাঁড়ি,
সকাল হতেই চলে বেচা কেনা
বিকেল হলে ফিরে সবে বাড়ি।


আলু, পেঁয়াজ, শাক, মূলো বেগুন
হরেক রকমের সব্জি পাবে হাটে,
গাছের তলায় ইঁট বসিয়ে সেথায়
পাড়ার নিধিরাম চুল দাঁড়ি কাটে।


আলু চপ ও বেগুনি বেচে ভোলা
দু’ টাকায় আধ সের মুড়ি বেচে,
দুপুর হলে ধোপারা ঘাটে আসে
ঘরে যায় ময়লা কাপড় কেচে।


বিকেল হলে পড়ে আসে যবে বেলা
সোনালী সূর্য ডোবে ধানের মাঠে,
সাঁঝের বেলা জ্বলে না সেথা দীপ
আঁধার নামে গাঁয়ের নির্জন হাটে।