পাঁচশো ও হাজার টাকার নোট, চলবে অচল টাকা,
ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনায়াসে, সে টাকা যাবে রাখা।
ব্যাঙ্ক চালু, এটিএম চালু, ব্যাঙ্কে হচ্ছে টাকা বদল,
ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম রিক্সাচালকের দল।


হাসপাতালে, মেডিকেল-স্টোরে নিচ্ছে টাকা সবাই,
ক্রেডিট কার্ডে সব যাবে কেনা, কোথাও বারণ নাই।
স্কুল, কলেজ, পোস্ট অফিসেও নিচ্ছে টাকা এবার,
দুদিন পরেই ছাপা নতুন নোটে ছেয়ে যাবে বাজার।


কালোবাজারী ও কালো টাকায় ছেয়ে গেছে দেশ,
চালে তেলে দিচ্ছে ভেজাল, ভেজালের নাই শেষ।
প্রধানমন্ত্রীর জন-ধন-যোজনা ঘুচাবে গরীবের দুখ,
বীমা যোজনায় টাকা করলে জমা তবেই পাবে সুখ।


ভারত হবে সোনার ভারত, বদলে যাবে তার হাল,
দিন আগত  সুদিন আসছে, আসবে  নতুন সকাল।