আমার গাঁয়ের মুক্ত গগনে
পাখি উড়ে ডানা মেলে,
আমার গাঁয়ে বটের ছায়ায়
ছোট ছোট শিশু খেলে।


আমার গাঁয়ে নদীর ঘাটে
বক ওড়ে সারি সারি,
কলসী কাঁখে মেয়েরা সব
জল নিয়ে যায় বাড়ি।


আমার গাঁয়ে পথের বাঁকে
গোরু বাছুরেরা চরে,
রাখাল ছেলে বাজায় বাঁশি
পরান পাগল করে।


গাঁয়ের রাঙা মাটির পথে
দুধারে সবুজ গাছ,
আমার গাঁয়ে দিঘির জলে
লাফায় কাতলা মাছ।


মাঠে মাঠে সোনার ধান
ডাঙায় সবুজ ঘাস,
গাঁয়ের মানুষ সবাই আপন
সবাই করেন চাষ।


গাঁ যে আমার জন্মভূমি
আমি জন্মেছি এ গাঁয়ে,
গাঁয়ের মাটি স্বর্গ আমার
সবুজ গাছের ছায়ে।