কৃষ্ণপক্ষের চাঁদ হাসিছে গগনেতে,
বৈরাগীর গীত শুনি রজনী প্রভাতে।
বিছানায় আছি শুয়ে মেলিয়া নয়ন,
চাষী সব যায় মাঠে হরষিত মন।


দীপাবলীর আনন্দে মাতিছে ভুবন,
বিশ্বমাঝে শুনি কার আকুল ক্রন্দন।
ক্ষুধাতুর শিশু কাঁদে পড়িয়া ধূলায়,
কৃষকের ঘরে আজ অন্ন কেন নাই?


নরাসুরে ছেয়ে আছে এ মহীমণ্ডল,
মার আঁখি ছলছল নয়নেতে জল।
নরাসুর বধে দেবী এসো মাগো ত্বরা,
করিয়া অসুরে বধ, মুক্ত কর ধরা।


মার অভিষেক হয় নয়নের জলে,
বর্ষে বর্ষে মা আসেন এই ধরাতলে।