(শংখধ্বনি ও ঢাকের বাদ্য সহ কাঁসর-ঘন্টাধ্বনি)


(গীত)


ঔঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তুতে।
ঔঁ কালী কালী মহা কালী কালিকে পাপনাশিনী
সুধা তমক্ষরে দেবী কালিকায়ৈ নমোহস্তুতে।


(স্তোত্র)


কোথা তুমি শঙ্খ চক্র গদা খড়্গধারিণী
ত্রিশূলধারিণী কালী কপালিনী মা ছিন্নমস্তা-
তুমি ওঠো -  তুমি জাগো-
জাগো মা-
তুমি নেমে এস এই ধরায় পুনর্বার,
বাজাও তোমার প্রণববিষাণ মহা হুংকারে
মিলে যাক মিশে যাক অনাচার অবিচার
অধর্মের আছে যত ব্যভিচার।
সৃষ্টি হোক নতুন এক ধর্ম,
নতুন এক যুগ, নতুন এক শক্তি।
শক্তি দাও মা, ভক্তি দাও মা।
আদ্যাশক্তি মহামায়া,
কখনো দশভূজা, কখনো অষ্টভূজা
কখনো বা চতুর্ভূজা শ্যামা কালী রুপে
তিনি জগতে বিরাজমানা।
তার আবির্ভাবে পৃথিবী হয় প্রাণময়ী।
তুমি জাগো জাগো মা,
তুমি না জাগলে সন্তানকূল ঘুমিয়ে পড়বে।
সন্তানকে অভয় দাও মা আদ্যাশক্তি মহামায়া।


(গীত)


জাগো তুমি জাগো--
জাগো কালী করালিনী  ভীমা ভয়ংকরী
চণ্ডিকা শংকরী জাগো---
ত্রিশূলধারণী নৃমুণ্ডমালিনী
কালী করালিনী দানবদলনী।
চণ্ডিকা শংকরী, ভীমা ভয়ংকরী
কালী কপালিনী
শক্তি প্রদায়িণী
জগন্ময়ী মা তুমি জাগো-
জাগো কালী করালিনী  ভীমা ভয়ংকরী
চণ্ডিকা শংকরী জাগো---
তুমি জা----গো-------


(স্তোত্র)


নমো দেবৈঃ মহা দেবৈঃ শিবায়ৈ সততং নমঃ
নমঃ প্রকৃতায়ৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাস্ম তাম।
রৌদ্রায়ৈ নমঃ নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ
জ্যৌত্স্নায়ৈ চেন্দুরুপিন্যৈ সুখায়ৈ সততং নমঃ


ঔঁ হ্রীং ক্র্রীং ক্লীং কালিকা দেব্যৈ নমঃ।
...
ঔ দ্বৌ শান্তিঃ  অন্তরীক্ষং শান্তিঃ পৃথিবীং শান্তিঃ
শান্তিরাপ শান্তি রোষধয় শান্তিঃ বনস্পতয়
শান্তিঃ সামা শান্তিরেধি
ঔঁ আপদং শান্তিঃ যত্র এবাগত পাপং
তত্রৈব প্রতিগচ্ছতু।
ঔঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ