আকাশের কোণে চাঁদ উঠেছে
তারা ফোটে আকাশেতে,
জোছনার রাশি ঝরে পড়ে হাসি
কচি সবুজ ধানের খেতে।


জোছনা ঝরে সরু বালির চরে
দূরে অজয় নদীর ঘাটে,
জোছনা ঝরিছে গাছের পাতায়
গাঁয়ের চাঁপা ডাঙার মাঠে।


হরি মন্দিরে কীর্তনের সুরে
অবিরত চলে নাম,
মাঝপাড়াতে মাইক বাজিয়ে
শুরু হয় যাত্রার গান।


সুনীল আকাশে চাঁদ তারা হাসে
দেখি ফুটফুটে জোছনায়,
খোকা শুয়ে আছে জননীর পাশে
সাদা ধবধবে বিছানায়।


চাঁদ ডুবে যায় জোছনা লুকায়
তারারা মিটিমিটি চায়,
পূর্ব গগনে ফুটে ভোরের আলো
নতুন সকাল হয়ে যায়।