মহা দশমীর পূজা, মহানন্দে হয়,
মন্ত্রপাঠ করিছেন বিপ্র মহাশয়।
ঢাকীরা বাজায় ঢাক, শঙ্খঘন্টা বাজে,
মাতৃ আরাধনা হয় মন্দিরের মাঝে।


সুগন্ধি চন্দন আর পত্র পুষ্প মালা,
সুমিষ্ট মিষ্টান্নে ভরা প্রসাদের থালা।
নানাবিধ ফলমূল প্রসাদ বণ্টণ,
দশমীর পূজা শেষে দেবী নিরঞ্জন।


দশমীর দিনে হয় সিঁদুরের খেলা,
সকলেতে নাচে গায় বিদায়ের বেলা।
আনন্দেতে দেখে সবে পুড়িছে রাবণ,
ঢাক বাজে বাজি পুড়ে প্রফুল্লিত মন।


আসছে বছর পূজা হবে পুনর্বার,
একটি বছর তরে প্রতীক্ষা আবার।