মাটির প্রতিমা
মন্দিরে বিরাজে
তার পূজা কর ভক্তিভরে,


জনম দুঃখিনী
গর্ভ ধারিণী মা
জননী কাঁদিছে মাটির ঘরে।


পূজার খুশিতে
উঠেছে মেতে
পূজার মণ্ডপে ঢাক বাজে,


জন্মদাত্রী মায়ের
দূ’চোখে জল ঝরে,
আঁখিজলে ভাসে মা লাজে।


বিগত বছরে
শিশুটি গেছে মরে,
মার চোখে আজও জল ঝরে,


মাটির প্রতিমা
ব্যথা বোঝে না,
বল কি হবে তার পূজা করে?