পূজোর বাজারে সবে কেনাকাটা করে,
মালপত্র ঠাসাঠাসি নৌকা যায় ভরে।
নদী তীরে দুই পারে ভরা কাশ ফুলে,
পাল তুলে নৌকাখানি চলে হেলেদুলে।


শিউলির গন্ধ ভাসে আকাশে বাতাসে,
সাদা মেঘ সাঁতারায়ে সাদা বক আসে।
কাকগুলো হল্লা করে ঊচ্চৈস্বরে ডাকি,
সবুজ ধানের খেতে উড়ে টিয়াপাখি,


পূজোর খুশিতে নাচে আনন্দে সবাই,
ঢাকীরা বাজায় ঢাক, বাজায় সানাই।
মন্দিরের মাঝে আমি কান পেতে শুনি,
ঢাক বাজে শঙ্খ বাজে বাজে ঘণ্টাধ্বনি।


আশ্বিনেতে দূর্গাপূজা ভারি ধূমধাম,
শারদীয়া উত্সবে মেতে ওঠে গ্রাম।