শিউলির গাছে ফুল ফোটে রাশি রাশি,
ধানখেতে সোনারোদ ঝরে হাসি হাসি।
শরতের সাদা মেঘ সুনীল গগনে
সারাদিন করে খেলা আপনার মনে।


সকালে সোনার রবি কিরণ ছড়ায়,
সাদা বক আসে উড়ে নদী কিনারায়।
দুইধারে নদীকূলে কাশ ফুল ফোটে
নদীঘাটে যাত্রীদের কোলাহল ওঠে।


দিঘিতে শালুক পদ্ম ফুটেছে প্রভাতে,
পাখি সব গায় গীত তরুর শাখাতে।
গোয়ালা পাড়ার মাঠে চরে গরুপাল,
বাজায় বাঁশের বাঁশি গাঁয়ের রাখাল।


শিউলির ফুল ফোটে ছড়ায় সুবাস,
ভাসিছে পূজোর গন্ধ নির্মল আকাশ।