গাঁয়ের প্রান্তে ঐ পদ্মদিঘির ঘাট
দিঘির জলে শালুক পদ্ম ফোটে,
কচি সবুজ ধানগাছে ভরা মাঠ
অতি ভোরে মোরগ ডেকে ওঠে।


নদীর ঘাটে যাত্রীরা করে ভিড়
গাঁয়ের মাঝি নৌকা বেয়ে চলে,
কাশফুলে ভরে যায় দুই তীর
যাত্রীরা বসে বটগাছের তলে।


নদীর কাছে শাল পিয়ালের বন
সাঁওতালীরা মাদলে দেয় তাল,
বাঁশির সুরে মাতাল করে মন
বাজায় বাঁশি এ গাঁয়ের রাখাল।


ধানের খেতে সোনালি রোদ ঝরে
ফিঙে পাখি বসে মাঠের আলে,
গাছে গাছে পাখি কোলাহল করে
লাফায় বানর উঁচু গাছের ডালে।


দিনের শেষে পড়ে আসে বেলা
সোনার আলোয় দেখি চারিধার,
পাড়ার মাঠে হয় হা-ডু-ডু খেলা
সূর্যি ডুবে নামে সাঁঝের আঁধার।