প্রভাত হলো
পাখিরা ডাকে,
প্রভাতী হাওয়া
বইতে থাকে।


পূব গগনে
উঠলো রবি,
কমল কলি
ফুটলো সবই।


ফুল ফুটেছে
ফুলের গাছে,
খুশিতে তাই
ভ্রমর নাচে।


আমের শাখে
কোকিল ডাকে,
ষাঁড় ছুটছে
পথের বাঁকে।


শালুক ফোটে
দিঘির জলে,
গাঁয়ের পথে
মরাল চলে।


চণ্ডীতলার
আটচালায়,
শিশুরা পড়ে
পাঠশালায়।


রাখাল ছেলে
মাঠেতে চলে,
বাজায় বাঁশি
গাছের তলে।


গাঁয়ের চাষী
লাঙল চালায়,
মাঠে সোনার
ফসল ফলায়।


নদীর কূলে
কাশের বন,
সোনালি রোদে
জুড়ায় মন।


পূজোর সানাই
বাজবে এবার,
খুশিতে মন
নাচে সবার।