সারা আকাশ মেঘে ঢাকা
বৃষ্টি পড়ে জোরে,
সকাল হতে সারা দুপুর
ঝরিছে অঝোরে।


কালোমেঘ ছেয়েছে আকাশ
বিদ্যুত চমকায়,
অম্বরে অম্বরে গুরু গম্ভীর
গর্জন শোনা যায়।


মাঠ ঘাট জলে ভরা
ভরা নদী প্রবল বান,
নদী বাঁধ ভেঙে গেছে
জলে ভাসে বহু গ্রাম।


ওপারেতে বৃষ্টি নামে
জল ঢুকছে গাঁয়ে,
ভেঙে গেছে আটচালা
গ্রাম সড়কের বাঁয়ে।


নদীর তীরে বটের গাছে
নানা পাখির বাসা,
বানে ভাসে পাখির বাসা,
দুঃখের সর্বনাশা।


নদীতে হলো নৌকাডুবি
হায়রে পোড়া কপাল,
ছিঁড়েছে পাল নাইকো মাঝি
আজ কে ধরিবে হাল?


গাঁয়ের পথে জল জমেছে
জমছে জল আঙিনায়।
সকাল হতে সারা দুপুর
বৃষ্টি ঝরে অঝোরধারায়।