পারি না করিতে কোন ভাল কাজ
করি মহা ভুল প্রতি পদে পদে,
করযোড়ে তখনই ডাকি ভগবানে
যখনই পড়ি মোরা ঘোর বিপদে।


ধৈর্য্য ধর তুমি, হয়ো না চঞ্চল
শোন ঐ মাভৈঃ অভয়ের বাণী,
চলার পথে এগিয়ে চলো তুমি
সংসার ধর্মে শরমে মরম মানি।


যা কিছু সংশয়, অবসাদ ও গ্লানি,
মুছে যাক। তুমি যে ঈশ্বর তনয়,
জগতে এসেছো তাহারে পূজিতে,
আপন উদ্দেশ্য শুধু সাধিবারে নয়।


জীবনে চলার পথ কুসুমাস্তীর্ণ নয়
কণ্টকাকীর্ণ পথে যাত্রা করো শুরু।
সর্বদা ডাক তুমি দয়াময় ভগবানে
কেবল তিনিই তব বাঞ্ছা কল্পতরু।


ওগো প্রভু দয়াময়, নিত্য প্রভাতে
তব নাম স্মরণ করি দয়াল ঠাকুর।
নিত্য করযোড়ে ডাকি তোমায় প্রভু,
মম দুঃখ, দৈন্য ও ক্লেশ কর দূর।