ভোরের বেলা ফুলের মেলা
    বাগিচায় ফুটেছে কত ফুল
ভোরের পাখি উঠিছে ডাকি
      আঁখি তার ঘুমে ঢুলু ঢুল।


      পূব আকাশে ভোরের আলো
      লাল সুয্যিটাকে লাগে ভালো,
      বহিছে সমীরণ এলোমেলো
            প্রভাত হাওয়ায় ওড়ে চুল।


ভোরের বেলা ফুলের মেলা
           বাগিচায় ফুটেছে কত ফুল


দিঘির জলে        মরাল খেলে
     ফুটেছে কত কুমুদ কমল,
মধুকরগণ করে আহরণ
     ফুলের মধু গু্ঞ্জরি অবিরল।


    ছোট মেয়েরা স্নানের ঘাটে,
    কলসি নিয়ে সাঁতার কাটে,
    গাঁয়ের চাষীরা মাঠে মাঠে,
             সারাটা দিন চালায় লাঙল


দিঘির জলে          মরাল খেলে
     ফুটেছে কত কুমুদ কমল।


সাঁঝের বেলা তুলসী তলা
      জ্বলে দীপ  শংখ বাজে,
ঘণ্টা কাঁসর        জমে আসর
      গাঁয়ের দুর্গা মন্দির মাঝে।


         ঢাকীরা সব ঢাক বাজায়,
        ঢাকের তালে কাঠি নাচায়,
        ছেলেরা সবাই নাচে গায়,
                 দূরে ঐ সাঁঝের সানাই বাজে।


ঘণ্টা কাঁসর           জমে আসর
      গাঁয়ের দুর্গা মন্দির মাঝে।