আমার বাড়ির সারা উঠোন
ঢাকা কচি সবুজ ঘাসে।
সকাল হলেই ময়না চড়ুই
খেলতে রোজই আসে।


আমার বাড়ির পেছন ধারে
ঐ আম কাঁঠালের বন,
আমের শাখে কোকিল ডাকে
ভরে ওঠে মোর মন।


আমার বাড়ির সামনে দিয়ে
রাঙা মাটির গলি পথে,
সকাল হলেই বধুরা চলে
জল নিতে নদী-তটে।


আমার বাড়ির কুয়োতলা
জলে ভেজা নরম মাটি।
ফুলে ফলে ভরা বাগান
ভারি সুন্দর পরিপাটি।


আমার বাড়ির চারিভিতে
তাল খেজুরের গাছ।
বেড়ার ধারে নদীর জলে
জেলেরা ধরে মাছ।


অজয়ের বন্যায় বছরে
ভাঙে বাড়ি ঘর কত।
তবুও আমার সেই ঘর
আছে টিকে বছর শত।


পূর্ব-পূরুষের বাস্তুভিটেয়
সেই ঘর আজও আছে।
আমার বাড়ি স্বর্গ আমার
পাখি ডাকে গাছে গাছে।