আমার গাঁয়ের পথের বাঁকে আম-কাঁঠালের বন,
সবুজ ডাঙায় ফিঙে নাচে, ভরে ওঠে নয়ন মন।
ঐ যে দূরে পথের বাঁকে, নদীর ঘাটের  কাছে।
চিক চিক করে বালি, ঘাটে নৌকা বাঁধা আছে।


কাজলা দিঘির কালো জলে বহু শালুক পদ্ম ফোটে,
পাহাড় চূড়োর উপর দিয়ে অরুণ সূর্য গগনে ওঠে।
দূরে রাখাল বাজায় বাঁশি, আমার চিত্ত ওঠে ভরে,
রাখালিয়া বাঁশির সুর আমার প্রাণকে পাগল করে।


গাঁয়ের মায়ের ভালবাসা ভুলতে কি আর পারি?
মা মাটি মানুষকে তাই আমার ভাল লাগে ভারি।
গাঁয়ের ছায়া মাটির মায়া, মম চিত্তে জাগায় দোলা,
গাঁয়ের মাটি স্বর্গ আমার, তাকে কি যায় ভোলা?


গাঁ আমার মাটি আমার মানুষ আমার আপনজন,
এই গাঁয়ের ছায়া মাটির মায়া, ভোলায় নয়ন মন।