কহিতে পারি না কথা তাই চোখ ফেটে আসে জল,
সাজানো বাগান শুকিয়ে গেল হেরি না ফুল ও ফল।
লুকালো কোথায় প্রজাপতি, শুকিয়ে গেছে সব ফুল,
অবিচারের ঝড় নেমে এসে, শেষে করে দিল নির্মূল।


হদয় মনের খোলা দুয়ার, অবরুদ্ধ হয়ে গেছে আজ,
আকাশ হতে পড়ল খসে, যেন মাথার উপর বাজ।
স্বপ্ন স্মৃতির সৌধ আজিকে, ভেঙেচুরে খান খান,
নিভিল প্রদীপ ঝঞ্ঝা হাওয়ায়, দিন হল অবসান।


বিদীর্ণ হৃদয় চারদিকে চেয়ে, তোমায় খুঁজিতে চায়,
ব্যথিত হৃদয়ে কবির অশ্রুধারা নীরবে বহিয়া যায়।
ঘুমায়ে গেছে ক্লান্ত হয়ে সে ফিরিবে না কভু আর,
বঞ্চিত বুকে শূণ্য হৃদয়ে, জমেছে ব্যথার পাহাড়।


নীল আকাশে চাঁদ তারা হাসে, ফুটফুটে জোছনায়।
কবির চোখে ঝরিছে অশ্রু, প্রিয়া যে তার আজ নাই।