আয় রে চাঁদ আয়, আয়
                মা সোনাকে বুঝিয়ে বলে,
চাঁদের দিকে চেয়ে খোকন
                ঘুমায় মায়ের কোলে।


নীল আকাশে তারারা ফোটে
              চাঁদ হাসে জোছনায়।
মায়ের কোলে ঘুমায় ছেলে,
             মা জেগে রয় বিছানায়।


ঘুমের দেশের ঘুমের পরী
                 ঘুম নিয়ে আয় চোখে,
খোকন শুয়ে মায়ের পাশে
           মা শুধু জেগে থাকে।


আয় রে চাঁদ আয় আয়
              মা সোনাকে শুনিয়ে বলে,
চাঁদের দিকে চেয়ে খোকন
             ঘুমায় মায়ের কোলে।